২৮ জুলাই ২০২১, ১৫:৫২

খুলনা বিভাগে করোনায় আরও ৩১ মৃত্যু

করোনার নমুনা সংগ্রহ  © ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৬৬ জন। এ নিয়ে এই বিভাগে আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়ালো।

বুধবার (২৮ জুলাই) খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্ত্র থেকে এসব তথ্য জানানো হয়।

অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে, খুলনায় ৯ জন, যশোরে ৬, কুষ্টিয়ায় ৫, ঝিনাইদহে ৪, মাগুরায় ৩, চুয়াডাঙ্গায় ২, বাগেরহাট ও মেহেরপুরে একজন করে মারা গেছে।

করোনা সংক্রমণের শুরু থেকে বুধবার সকাল পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় ৯০ হাজার ৫৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছন। আর ৬৫ হাজার ৪৬১ জন সুস্থ হয়েছেন।