চাঁদা দিতে অস্বীকৃতি, আ.লীগ নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধর!

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © ফাইল ফটো

বরিশালে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এক আওয়ামী লীগ নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শুক্রবার রাতে কাউনিয়া উপজেলার চরবাড়িয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী আওয়ামী লীগ নেতার নাম খলিলুর রহমান। তিনি চরবাড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

তাকে মারধরে অভিযুক্ত রাসেল মুন্সী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগমের ছোটভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি গরুর হাট নিয়ে রাসেল মুন্সী ও খলিলুর রহমানের মধ্যে বিরোধ চলছিল। খলিলুর রহমানের অনুসারীরা ওই হাটের ইজারা পেলে রাসেল ও তার অনুসারীরা ক্ষিপ্ত হন। গরুর হাট চলাকালীন হাটে দুই দফা হামলা চালান।

একই ঘটনায় শুক্রবার রাতে রাসেল মুন্সি ও তার লোকজন খলিলুর রহমানকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায়। সেখানে খলিলুরকে বেধরক মারধর করে ও হত্যার হুমকি দেয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিমূল করিম জানান, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। অভিযোগের প্রমাণ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


সর্বশেষ সংবাদ