২৮ জুলাই সিলেট-৩ আসনের উপনির্বাচন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ জুলাই ২০২১, ০৪:২৭ PM , আপডেট: ২৪ জুলাই ২০২১, ০৪:২৭ PM
আইনি ও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে সিলেট-৩ আসনের উপনির্বাচনের তারিখ পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। শনিবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপনির্বাচনের আইনশৃঙ্খলা বিষয়ক সভায় তিনি এ কথা জানান।
সিইসি জানান, পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আগামী ২৮শে জুলাই সিলেট-৩ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্যবিধি মেনে ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে উল্লেখ করে ভোটারদের মাস্ক পরে ও নিরাপদ দূরত্ব মেনে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানান সিইসি। উপনির্বাচনের সকল কার্যক্রম কঠোর বিধিনিষেধের বাইরে থাকবে বলেও জানান তিনি।
এর আগে, গত ১৮ জুলাই (রবিবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, লকডাউনের মধ্যেই ২৮ জুলাই অনুষ্ঠিত হবে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের উপনির্বাচন। উপনির্বাচন উপলক্ষে সিলেট-৩ আসন তথা পুরো নির্বাচনী এলাকা একদিনের জন্য সরকার ঘোষিত বিধি-নিষেধের আওতামুক্ত থাকবে।