কঠোর বিধিনিষেধ

ঢাকায় গ্রেপ্তার ৪০৩, ২০৩ জনকে জরিমানা

ঢাকায় গ্রেপ্তার ৪০৩, ২০৩ জনকে জরিমানা
ঢাকায় গ্রেপ্তার ৪০৩, ২০৩ জনকে জরিমানা  © ফাইল ছবি

রাজধানীতে কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে ঘরের বাইরে বের হওয়ায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ৪০৩ জন। একই সঙ্গে মিথ্যা তথ্য দেওয়া ও মাস্ক ব্যবহার না করায় ২০৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

আজ শুক্রবার (২৩ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির গণমাধ্যম শাখা জানিয়েছে, কঠোর বিধিনিষেধ অমান্য করে কোনো কারণ ছাড়াই ঘর থেকে বের হওয়ার ডিএমপি ৪৪১টি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ডিএমপির আটটি বিভাগ এসব আইনি ব্যবস্থা নেয়। এ সময় মোট ১০ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বলেন, সংক্রমণ কমাতে চলাচলে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে অবস্থান করেছি আমরা। যাঁরাই অকারণে বাসা থেকে বের হয়েছেন তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রথমে আটক এবং পরে এর মধ্যে থেকে যাচাই বাছাই করে গ্রেপ্তার দেখানো হচ্ছে।


সর্বশেষ সংবাদ