কঠোর লকডাউন: পায়ে হেটে ঢাকায় ঢুকছে মানুষ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ জুলাই ২০২১, ১২:২৯ PM , আপডেট: ২৩ জুলাই ২০২১, ১২:২৯ PM
আজ সকাল থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধ আগামী ৫ আগস্ট (বৃহস্পতিবার) দিবাগত রাত ১২টা পর্যন্ত চলবে। এবারের বিধিনিষেধ গতবারের চেয়ে কঠোর হবে বলে আগেই জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এরমধ্যে যারা বিধিনিষেধ শুরুর আগে রওয়ানা দিয়েও ঢাকা ঢুকতে পারেননি, শুধু তাদেরকেই পায়ে হেটে ঢাকায় ঢুকতে ছেড়ে দেওয়া হচ্ছে আমিনবাজারে। লকডাউনের নির্দেশনা অনুযায়ী কোনো গণপরিবহনকে যাত্রীসহ ঢুকতে দেওয়া হচ্ছে না ঢাকায়। একইসঙ্গে পথচারীদের মাস্ক ব্যবহারে বাধ্য করা হচ্ছে।
গাবতলী এলাকায় সকাল আটটার দিকে আলী ইউনুস হৃদয় (২৫) নামে একজন বেসরকারি কর্মকর্তা জানান, তিনি কুষ্টিয়া থেকে ঢাকায় আসছেন। গাবতলীতে সকাল ৬টায় পৌঁছার পর কোন যানবাহন না পেয়ে হেঁটেই রওনা দিয়েছেন কর্মস্থলের দিকে। মিরপুর, টেকনিক্যাল, কল্যাণপুরেও দেখা যায় একই দৃশ্য। টেকনিক্যাল মোড়ে কথা হয় ভ্যান যাত্রী সবুজের সঙ্গে। তিনি বলেন, পরিবারসহ ফরিদপুর থেকে ঢাকা এসেছি। আমিনবাজার ব্রিজে নামিয়ে দেওয়ায় হেঁটেই টেকনিক্যাল পর্যন্ত এসেছি। এরপর আড়াইশ টাকায় পীড়েরাবাগের বাসার উদ্দেশে যাচ্ছি।
এদিকে সরকারের ঘোষণা অনুযায়ী, আগের বিধিনিষেধের মতোই এবারের বিধিনিষেধে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস; সড়ক, রেল ও নৌপথে গণপরিবহন; অভ্যন্তরীণ উড়োজাহাজসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।