২৩ জুলাই ২০২১, ০৮:৪৬

করোনায় ঢাবির সাবেক শিক্ষার্থী কবি নূরুল হকের মৃত্যু

কবি নূরুল হক ও ঢাবি লোগো  © ফাইল ফটো

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কবি নূরুল হক মারা গেছেন। বৃহস্পতিবার (২২ জুলাই) জধানীর শহীদ সোহরাওয়ার্দী  হাসপাতালের আইসিইউকে চিকিৎসাধানী অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে কবি নূরুল হকের বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার সকালে কবির গ্রামের বাড়ি নেত্রকোনার মদন উপজেলার বালালি গ্রামে তাকে দাফন করা হবে।

১৯৪৪ সালে নেত্রকোনার বালালি গ্রামে জন্মগ্রহণ করেন কবি নূরুল হক। ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। সেখান থেকে শিক্ষকতা পেশায় যোগদান করেন। দীর্ঘদিন নেত্রকোনা সরকারি কলেজে শিক্ষকতা করে অবসরে যান।

কবি নূরুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর পাস করেন। ষাটের দশকে কবিতা লেখা শুরু করেন। তবে মাঝে দীর্ঘ বিরতি দিয়েছিলেন। আশির দশকে ফের তিনি কবিতা লেখা শুরু করেন। কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে, ‘শাহবাগ থেকে মালোপাড়া’, ‘সব আঘাত ছড়িয়ে পড়েছে রক্তদানায়’, ‘একটি গাছের পদপ্রান্তে’, ‘মুক্তিযুদ্ধের অসমাপ্ত গল্প ও অন্যান্য কবিতা’।