শুক্রবার ভোর থেকে বিচ্ছিন্ন ঢাকা
আগামী শুক্রবার (২৩ জুলাই) ভোর ৬টা থেকে দেশব্যাপী কঠোর লকডাউন শুরু হবে। এ সময় সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। এছাড়া শিল্প-কারখানা ও গার্মেন্টসও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় সারাদেশ থেকে বিচ্ছিন্ন থাকবে ঢাকা।
জানা গেছে সারাদেশে সর্বাত্মক লকডাউন থাকলেও জরুরি সেবাদাতা প্রতিষ্ঠান, করোনার সরঞ্জাম উতপাদন, গণমাধ্যমকর্মীরা এই লকডাউনের আওতামুক্ত থাকবে। সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন।
এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ২৩ জুলাই ভোর থেকে কঠোর থেকে কঠোরতর লকডাউনের কথা জানান। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রসঙ্গত, দেশে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে যাওয়া কঠোর লকডাউন ঘোষণা করা হয়। কয়েক দফায় লকডাউন বাড়ানোর পর কোরবানি ঈদকে সামনে রেখে আট দিনের জন্য এটি শিথিল করা হয়েছে।