হাজীগঞ্জে ১৩ স্থানে আজই ঈদের জামাত ও কুরবানি সম্পন্ন
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১৩টি স্থানে ঈদুল আযহার জামাত ও কুরবানি হয়েছে। মঙ্গলবার উপজেলার সাদ্রা, অলিপুর, বলাখাল ও শমেশপুর গ্রামসহ ১৩টি স্থানে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়। হাজীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে বলা হয়, এই চারটি গ্রামে ১৩টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল থেকে ঈদের নামাজ আদায় শেষে পশু কোরবানিতে ব্যস্ত হয়ে পড়েন মুসল্লিরা।
হাজীগঞ্জ পৌর এলাকার বলাখাল বাসিন্দা সাবেক কাউন্সিলর হাবীবুর রহমান জানান, আমাদের মসজিদে সকাল ৮টায় নামাজ শেষে পশু কুরবানি শুরু হয়েছে।
হাজীগঞ্জ থানার ওসি হারুনুর রশীদ জানান, সকাল থেকে পুলিশ ঈদের জামায়াত হওয়া স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করেছে।
সাদ্রা দরবার শরীফের পীর আল্লামা আরিফ উল্যাহ চৌধুরী জানান, সকাল ৮টায় সাদরা মাদ্রাসা মাঠে ঈদুল আযহার জামায়াত হয়েছে। চাঁদপুরের ২৫-৩০টি স্থানে আজ ঈদ ও কুরবানি হয়েছে। আমরা দীর্ঘদিন থেকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করে থাকি।