১৮ জুলাই ২০২১, ২১:০১

ইঁদুর মারার কীটনাশক খেয়ে কিশোরের মৃত্যু

প্রতীকী ছবি  © ফাইল ফটো

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভুলবশত ইঁদুর মারা কীটনাশক ট্যাবলেট খেয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের দক্ষিণ অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কিশোর ঐ এলাকার জমির উদ্দিনের ছেলে শাকিল হাসান (১৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাকিলের কিছুদিন আগে এ্যাপেন্ডিসাইটিস অপারেশন করা হলে নিয়মিত ওষুধ সেবন করে আসছিল। প্রতিদিনের মতো শনিবার রাতের খাবার শেষে নিজের ওষুধ সেবন না করে ভুলবশত একই স্থানে রাখা ইঁদুর মারার কীটনাশক ট্যাবলেট খেয়ে ঘুমাতে যায়।

এক পর্যায়ে তীব্র যন্ত্রণা শুরু হলে এবং মুখ দিয়ে ফেনা আসতে থাকলে কীটনাশক খাওয়ার বিষয়টি বুঝতে পারে পরিবারের লোকজন । এ অবস্থায় রাত গভীর হওয়ায় যানবাহন জোগাড় করে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।