ঈদের পরের লকডাউন আরও কঠোর হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

 ফরহাদ হোসেন
ফরহাদ হোসেন  © ফাইল ফটো

যারা কোরবানি পশু লালন-পালন করেন তাদের জন্য এবং আমাদের অর্থনীতির বিষয়টি  বিবেচনা করে লকডাউন শিথিল করা হয়েছে। লকডাউন শিথিল করা হলেও সাধারণ মানুষকে এই সময় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সংক্রমণ রোধে ঈদের পর আরও ১৪ দিনের লকডাউন থাকবে। এই লকডাউন আগের লকডাউনের চেয়েও কঠোর হবে।

শনিবার (১৭ জুলাই) চুয়াডাঙ্গায় ৬ বিজিবি ব্যাটালিয়নের ৯৬তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রতিমন্ত্রী জানান, কোরবানি ঈদের পর ২৩ জুলাই ভোর ৬টা থেকে সারাদেশে ১৪ দিনের কঠোর লকডাউন চলবে। লকডাউনে সরকারি-বেসরকারি অফিসসহ সব ধরনের গার্মেন্টস ও শিল্প কারখানা বন্ধ থাকবে।

তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া কৃষি এলাকা। এই অঞ্চলটা এতদিন অবহেলিত ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ এলাকাসহ প্রত্যেকটা অঞ্চলকে গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে গড়ে তুলেছেন। এই অঞ্চলের রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করা হয়েছে। আগামীতে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়ার মধ্যবর্তী কোনো এলাকায় বিমানবন্দর করা হবে।


সর্বশেষ সংবাদ