আজ আসছে সিনোফার্মের আরও ২০ লাখ টিকা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ জুলাই ২০২১, ০৮:৪৯ AM , আপডেট: ১৭ জুলাই ২০২১, ০৮:৪৯ AM
আজ শনিবার (১৭ জুলাই) চীন থেকে সিনোফার্মের আরও ২০ লাখ ডোজ টিকা আসছে। গতকাল শুক্রবার (১৬ জুলাই) চীনের ডেপুটি চিফ অব মিশন হুয়াং ইয়ান এ তথ্য জানান। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলমও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে সিনোফার্মের এ টিকা। এছাড়াও চীন সরকার বাংলাদেশকে ১০ লাখ টিকা উপহার দেয়ার ঘোষণা দিয়েছে। এর আগে চীন থেকে প্রথম দফায় বাণিজ্যিকভাবে ক্রয় করা ২০ লাখ টিকা এসেছে।
পৃথক দুটি উড়োজাহাজে এসব টিকা দেশে আসবে। বাংলাদেশে চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান জানান, প্রতিটি উড়োজাহাজে ১০ লাখ ডোজ টিকা থাকবে। তিন মাসের মধ্যে চীন থেকে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা আসবে। এর আগে প্রথম দফায় ২০ লাখ ডোজ টিকা এসেছিল। বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ টিকা উপহার দেয় চীন। দ্বিতীয় দফায় দেয় ছয় লাখ টিকা।