১৬ জুলাই ২০২১, ২৩:৩৫

কোলের সন্তানকে বিক্রি করে দিলেন বাবা

রাবেয়ার কোলে তার সন্তান  © সংগৃহীত

করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে যাওয়ায় এক বাবা তার কোলের সন্তান ৪৫ হাজার টাকায় বিক্রি করেছেন। পরে উপজেলা প্রশাসন ওই সন্তানকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন।

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার নগদাশিমাল ইউনিয়নের সৈয়দপুর পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আজ শুক্রবার উপজেলা প্রশাসন সন্তানকে মায়ের কোলো ফিরিয়ে দেন।

জানা গেছে, ওই গ্রামের  শাহ আলম ও রাবেয়া দম্পতি তাদের তিন মাস বয়সী শিশু সন্তানকে ৪৫ হাজার টাকায় জেলার ঘাটাইল উপজেলার বাইশকাইল গৈজারপাড়া গ্রামের সবুজ মিয়া ও স্বপ্না দম্পতির কাছে বিক্রি করে দেন। এই ঘটনা জানার পর উপজেলা প্রশাসন শিশুটিকে উদ্ধার করে তার প্রকৃত মায়ের কাছে তুলে দেয়।

এ বিষয়ে জানতে চাইলে গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক জানান, ঘটনার নেপথ্যে রয়েছে দারিদ্রতা। পরিবারটিকে সার্বিকভাবে সহযোগিতা করা হচ্ছে। রাবেয়া বেগমকে একটি ক্লিনিকে আয়া পদে চাকরির ব্যবস্থা করা হয়েছে। এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।