প্রধানমন্ত্রী বিষয়টি দেখছেন, কাউকে ছাড় দেয়া হবে না: কাদের

নারায়ণগঞ্জের রূপগঞ্জের অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জের রূপগঞ্জের অগ্নিকাণ্ড  © ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই মনিটর করছেন।

আজ শনিবার (১০ জুলাই) আলোচনা সভায় মর্মান্তিক অগ্নিদুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ ও স্বজন হারানো পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তিনি একথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, এ ঘটনায় এরইমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত রিপোর্ট অনুযায়ী যারা দায়ী হবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। বাংলাদেশকে মর্যাদাশীল করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে। আর মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হবে।

পড়ুন: ঢাকা মেডিকেলের মর্গে সারি সারি মরদেহ

এদিকে, নারায়ণগঞ্জের রুপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ শ্রমিক নিহতের ঘটনায় কারখানার চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাশেম ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সজীবসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পড়ুন: অগ্নিকাণ্ডের দায় সজীব গ্রুপ নেবে না: চেয়ারম্যান

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা করা হবে। মামলায় যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিচার করা হবে। এই ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না। ইতোমধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।


সর্বশেষ সংবাদ