০৯ জুলাই ২০২১, ১০:১৭

করোনায় চার জেলায় ৭১ জনের মৃত্যু

করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হচ্ছে  © ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় দেশের চার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৭১ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার (৯ জুলাই) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে কুষ্টিয়ায় ২২ জন, রাজশাহীর ১৮ জন, ময়মনসিংহে ১৪ জন ও চয়াডাঙ্গায় ১৭ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১২ জন এবং করোনার লক্ষণ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়।

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৮ জন মারা গেছেন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গে ১৫ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থা আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জন করোনায় ও আটজন উপসর্গ নিয়ে মারা গেছেন।

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে  করোনা আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৯জন।