কারখানার আগুনে পুড়ল ২ শ্রমিক, আটকে আরও অনেক
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুডস অ্যান্ড বেভারেজের সেজান জুস ফ্যাক্টরিতে আগুনের ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভবনটিতে অনেক শ্রমিক আটকা পড়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। জেলা ফায়ার সার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবনটির নিচতলা ও দোতলায় আগুন ছড়িয়ে পড়েছে। একই ভবনের তিনতলা থেকে ছয়তলা পর্যন্ত কারখানাটির অন্তত ৪০ জন শ্রমিক–কর্মচারী আটকা পড়েছেন বলে কারখানা থেকে বের হয়ে আসা শ্রমিকেরা দাবি করেছেন।
ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৯টা) আগুন নিয়ন্ত্রণে আসেনি। মৃত দুই শ্রমিক হলেন স্বপ্না রানী (৪৫) ও মিনা রানী (৩২)।
জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল আল আরিফিন জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কর্ণগোপ এলাকায় হাশেম ফুডস অ্যান্ড বেভারেজ কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ডেমরা, কাঞ্চন থেকে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে।