বঙ্গবন্ধুকে শহীদ বলায় সিলেটে জামায়াত নেতা বহিষ্কারের অভিযোগ

ফিজ মাশহুদ আহমদ চৌধুরী
ফিজ মাশহুদ আহমদ চৌধুরী  © ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 'শহীদ' বলায় জামায়াতের এক প্রবীণ সদস্যকে বহিষ্কারের অভিযোগ ওঠেছে সিলেট জেলা শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে। বহিষ্কৃত হাফিজ মাশহুদ আহমদ চৌধুরী ছাতক উপজেলার বিষেষ শাখার সদস্য ছিলেন বলে জানান। তবে তিনি একটি সরকারী হাই স্কুলের প্রধান শিক্ষক থাকায় সরাসরি রাজনীতিতে তিনি সক্রিয় নন।

জানা যায়, বহিষ্কৃত হাফিজ মাশহুদ আহমদ চৌধুরী ৮০'র দশকে ইসলামী ছাত্রশিবিরের অবিভক্ত সিলেট জেলার সাধারণ সম্পাদক ছিলেন। ছাত্র জীবন থেকেই তিনি জামায়াতের ৭১ এর দেশবিরোধী ভূমিকা নিয়ে সমালোচনা করে আসছেন। তিনি জামায়াতকে দায়মুক্তির জন্য জাতির কাছে ক্ষমা চাইতে একাধিকবার পরামর্শ দিয়েছিলেন।

গতবছরের শেষ দিকে বিভিন্ন মিডিয়া ও সোস্যাল মিডিয়ায় বঙ্গবন্ধু ও তার সাথে নৃশংসভাবে নিহতদের নামের আগে সম্মানসূচক 'শহীদ' শব্দটি সংযোজনের দাবি জানান। এছাড়াও বঙ্গবন্ধুর পরিবারকে বাংলাদেশের সংবিধানে স্থায়ীভাবে রাজকীয় মর্যাদা প্রদান করা, দেশকে মুক্ত করতে যে সকল মুক্তিযোদ্ধা প্রাণ দিয়েছেন তাদের নামের আগে 'শহীদ' এবং যে সকল বীর মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে বিজয় ছিনিয়ে এনেছেন তাদের নামের আগে সম্মানসূচক 'গাজী' শব্দটি সংযুক্ত করার দাবি তোলেন। এতে ক্ষিপ্ত হন সিলেট ও কেন্দ্রীয় জামায়াতের নেতারা।

এ ঘটনার পর মাশহুদ অভিযোগ করেন তাকে জামায়াতের বিভিন্ন সশস্ত্র বাহিনী হয়রানী ও নির্যাতন করেছে। এর প্রেক্ষিতে মাশহুদ চৌধুরী এ বছরের ২৩ জানুয়ারী জামায়াতের নির্যাতন থেকে মুক্তির দাবি জানিয়ে কেন্দ্রীয় আমীর শফিকুর রহমানের কাছে একটি চিঠি লিখেন। চিঠিতে চৌধুরী জামায়াতকে অকৃতজ্ঞ ও অসত্যের উপর প্রতিষ্ঠিত দল বলে আখ্যায়িত করেন বলে জানা গেছে। 

এ ব্যাপারে মাশহুদ আহমদ চৌধুরী বলেন, দলের কিছু কিছু বিষয়ে সমালোচনা করায় আমাকে জোরপূর্বক বিতারিত করা হয়েছে এটা সত্যিই দুঃখজনক আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এমন তথ্য দিয়েছেন জেলা জামাতের আমীর আনোয়ার হোসেন খান। বহিষ্কারের কারণ জামায়াতের নেতারা ক্লিয়ারলি কিছু না বললেও আমি সঙ্গতকারণে অনুমান করতেই পারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শহীদ বলায় আমাকে বহিষ্কার করা হয়েছে।

তবে জেলা জামাতের আমীর আনোয়ার হোসেন খান এমন তথ্য ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন।

তিনি বলেন, 'মাশহুদ চৌধুরী সরকারি চাকুরীজীবি তিনি জামাতের কেউ নন তিনি ছাত্রজীবনে ছাত্রশিবিরের নেতা ছিলেন। এটা নিয়ে মিডিয়া এতো ব্যস্ত কেন বুঝতে পারছি না।'


সর্বশেষ সংবাদ