মাদ্রাসা খোলার দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বাবুনগরী
দেশের কওমি মাদ্রাসা ও হেফজ বিভাগগুলো খুলে দেয়ার দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠক করেছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। তবে বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি হেফাজত।
সোমবার রাত সাড়ে ৮টায় স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় যান হেফাজতের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী। এ সময় তার সাথে ছিলেন সংগঠনটির মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদি। পরে রাত ১০টায় তারা স্বরাষ্ট্রমন্ত্রীর বাসা থেকে বের হয়ে যান।
হেফাজতের পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য না আসলেও বৈঠক সূত্র জানিয়েছে, কওমি মাদ্রাসা ও হেফজ বিভাগ খুলে দেয়ার বিষয়ে আলোচনা করতেই মন্ত্রীর সাথে দেখ করেছেন হেফাজতের আমির।
তবে মাদ্রাসা খোলার বিষয়ে ইতিবাচক কোনো কিছু জানাননি আসাদুজ্জামান খান কামাল। তিনি হেফাজত নেতাদের বলেছেন, এই মুহূর্তে দেশে ভয়ঙ্কর অবস্থা বিরাজমান। শুধু মাদ্রাসা নয়, শিক্ষার্থীদের সুরক্ষার জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ফলে মাদ্রাসা খোলার বিষয়ে কিছু বলা যাচ্ছে না।
এদিকে বৈঠকের একটি সূত্র জানিয়েছে, সভায় আটক হেফাজত নেতাদের মুক্তির বিষয়েও আলোচনা হয়েছে।