০৫ জুলাই ২০২১, ০০:৩৮

করোনায় আক্রান্ত স্বামীর লাশ নিয়ে রাতভর স্ত্রীর অপেক্ষা

স্বামীর লাশ নিয়ে স্কুলেনপেক্ষারত স্ত্রী  © সংগৃহীত

কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত স্বামীর লাশ নিয়ে সারারাত শ্মশানে একাই অপেক্ষা করেন এক বৃদ্ধা। শেষে সৎকার করতে না পেরে কয়েজন মুসলমানের সহায়তা তাকে মাটিচাপা দেয়া হয়েছে।

রোববার (৪ জুলাই) সকালে ওই ব্যক্তির লাশ দাফন করা হয়। এর আগে গতকাল শনিবার (৩ জুলাই) মধ্যরাত থেকে স্বামীর লাশ নিয়ে শ্মশানে একাই অপেক্ষা করেন ওই নারী।

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পৌর শ্মশানে এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, মৃত ব্যক্তির নাম প্রফুল্ল কর্মকার। গতকাল করোনা আক্রান্ত হয়ে তিনি মারা যান। রাতে এম্বুলেন্সে করে উপজেলার পৌর শ্মশানে তার লাশ সৎকারের জন্য নিয়ে যাওয়া হয়। রাত হওয়ায় শ্মশানে কেউ ছিল না। পরে একে একে সবাই শ্মশানে মৃত প্রফুল্ল ও তার স্ত্রী কল্পনাকে রেখে যায়। 

উপায় না পেয়ে স্বামীর লাশ নিয়ে শ্মশানের পাশে একটি স্কুলের বারান্দায় অপেক্ষা করেন। সকালে শ্মশানের লোকদের খবর দেয়া হলেও করোনায় আক্রান্ত শুনে কেউ আসেনি। পরে স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানালে কয়েকজন মুসলিম ব্যক্তি তার লাশ শ্মশানের পাশেই মাটিচাপা দেন।