দেশে শনাক্তদের ৭৮ শতাংশই ভারতীয় ভ্যারিয়েন্ট
দেশে গত জুন মাসে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৭৮ শতাংশই করোনার ভারতীয় ধরণ 'ডেল্টা'য় আক্রান্ত। গত একমাসে করোনায় আক্রান্তদের জিনোম সিকোয়েন্সিয়ে এই তথ্য পেয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
'বাংলাদেশ কভিড-১৯ ভ্যারিয়েন্টের সর্বশেষ তথ্য' শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য জানায় আইইডিসিআর। তারা বলছে বাংলাদেশে এই ভ্যারিয়েন্টের প্রাধান্য বিস্তার স্পষ্ট দেখা যাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকেই এর ধরণগুলোর জিনোম সিকোয়েন্সিং করেছে আইইডিসিআর। সর্বশেষ গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত ৬৪৫টি নমুনার জিনোম সিকোয়েন্সিং করা হয়েছে। চলতি বছরের এপ্রিল মাসে দেশে করোনার ভারতীয় ধরণ শনাক্তের পর এর প্রবণতা বাড়তে দেখা যায়।
জিনোম সিকোয়েন্সিয়ে মে মাসে ভারতীয় ধরণ শনাক্ত হয় ৪৫ শতাংশ। আর জুন মাসে ভারতীয় ধরণ শনাক্তের হার ৭৮ শতাংশ। দেশে ভারতীয় ধরণ ছাড়াও যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, নাইজেরিয়ার ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।