টিকা নিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ধৈর্য ধরতে হবে: স্বাস্থ্য অধিদপ্তর
করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য ভ্যাকসিন পেতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আরও ধৈর্য ধরার আহবান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার (৪ জুলাই) করোনা বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে শিক্ষার্থীদের একটি তালিকা আমাদের কাছে পাঠানো হয়েছে। সেই তালিকা আমরা আইসিটি মন্ত্রণালয়ে পাঠিয়েছি যেন শিক্ষার্থীরা টিকার নিবন্ধন করতে পারে। পর্যায়ক্রমে সব শিক্ষার্থীকে নিবন্ধনের আওতায় নিয়ে আসা হবে। তবে এজন্য একটু ধৈর্য ধরতে হবে।
প্রসঙ্গত করোনা টিকার সংকট দেখা দেয়ার পর সুরক্ষা অ্যাপে টিকার নিবন্ধন বন্ধ রাখা হয়েছিল। এখন সেটি চালু করা হয়েছে। তবে এখন কেবল তিন ক্যাটাগরির মানুষ রেজিষ্ট্রেশন করতে পারছেন। এর মধ্যে রয়েছেন সম্মুখ শারীর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, মেডিকেল শিক্ষায় সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থী।