চলমান লকডাউন বাড়তে পারে আরও ৭ দিন
করোনা সংক্রমণ রোধে দেশে ৭ দিনের কঠোর লকডাউন চলছে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় এই বিধিনিষেধ আরও সাতদিন বাড়ানো হতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা রোববার (৪ জুলাই) রাতে গণমাধ্যমকে বলেন, করোনা সংক্রমণ এখন ঊর্ধ্বমুখী৷ প্রতিদিনই শতাধিক মানুষ মারা যাচ্ছে। ফলে সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে লকডাউন আরও সাতদিন বাড়ানো হতে পারে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যে হারে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে, তাতে লকডাউনের মেয়াদ বাড়ানো ছাড়া কোনো উপায় দেখছি না। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ভাবে জানিয়ে দেয়া হবে।
এদিকে সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আরও সাতদিন বাড়ানোর পক্ষে মত দিয়েছেন করোনা মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্য ডা. কাজী তরিকুল ইসলাম।
তিনি বলেন, সংক্রমণ রোধ করতে হলে লকডাউন আরও সাতদিন বাড়াতেই হবে। কেননা করোনার ভারতীয় ধরণ খুবই ভয়াবহ। যারা ভেবেছিল করোনা গরীবদের ধরেনা এবার তারা বুঝতে পারবে যে করোনা কাউকে ছাড়ে না। ভারতের ডেল্টা ভ্যারিয়েন্ট খুবই সংক্রামক। এটি রোধ করতে লকডাউনের বিকল্প নেই।