০৩ জুলাই ২০২১, ২২:৩১

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জিএম কাদেরের

সংসদ ভবনের ভেতরের দৃশ্য, ইনসেটে গোলাম মোহাম্মদ কাদের  © ফাইল ফটো

অবিলম্বে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্ম কাদের।

শনিবার (৩ জুলাই) জাতীয় সংসদ ভবনে ২০২১-২২ অর্থ বছরের সমাপনী অধিবেশনে এ দাবি জানান তিনি।

জিএম কাদের বলেন, অনির্দিষ্টকালের জন্য আমাদের দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে, আর আমাদের পরবর্তী প্রজন্ম মূর্খ প্রজন্ম হবে সেটি হতে পারে না। করোনার এই ঊর্ধ্বগামীতার মধ্যে জীবনযাত্রা স্বাভাবিক হওয়ার জন্য অপেক্ষা করার যুক্তি কি কেবল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যই প্রযোজ্য, নাকি অন্য সেক্টরের ক্ষেত্রেও একই? 

তিনি আরও বলেন, বিশ্বের আর কোথাও শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়নি। ছাত্র-ছাত্রীরা স্কুল-কলেজে না গেলেও সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। তাদের বাবা-মা জীবিকার তাগিদে ঘরের বাইরে যাচ্ছে। বাজার করার জন্য সবাই বাইরে যাচ্ছে। এই অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠানে না গেলে শিক্ষার্থীরা সংক্রমিত হবে না এর পেছনে কি কোনো যুক্তি আছে?