০৩ জুলাই ২০২১, ২২:১৫
লকডাউনের তৃতীয় দিন: অকারণে বের হয়ে গ্রেপ্তার ৬২১
সারাদেশে সর্বাত্মক লকডাউনের তৃতীয় দিন চলছে আজ শনিবার। রাজধানীতে এদিন অকারণে বাসা থেকে বের হওয়ায় ৬২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে ৩৬৫ জনকে ১ লাখ ৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, লকডাউন অমান্য করায় রাজধানীর ৮টি পয়েন্টে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ৬২১ জনকে গ্রেপ্তার করে। শনিবার সকাল থেকে সন্ধ্যা ৬টার মধ্যে তাদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম।
তিনি বলেন, আজ সারাদিন ৬২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩৪৬ জনের কাছে ১ লাখ ৬ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।