০২ জুলাই ২০২১, ২০:৩৬

গাঁজা চাষীর গ্রেপ্তারের খবরে পাঠকের কৌতুহল

অভিযুক্ত শ্রী আরঞ্জন খালকো দীর্ঘদিন থেকে গাঁজার চাষাবাদ করে আসছিলেন  © ফাইল ছবি

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার গোপালপুর বাজার এলাকা থেকে এক চাষিকে গ্রেপ্তারের খবর গতকাল বৃহস্পতিবার দ্যা ডেইলি ক্যাম্পাসে প্রকাশিত হয়েছে। ওই চাষিকে ৪৪ কেজি ওজনের গাঁজার গাছসহ জয়পুরহাট জেলার গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে।

‘‘৪৪ কেজি ওজনের গাঁজার গাছসহ চাষি গ্রেপ্তার’’ শিরোনামে প্রকাশিত এ খবরে পাঠকদের মধ্যে ব্যাপক কৌতুহল দেখা গেছে। এরমধ্যে বেশিরভাগ পাঠক হাস্যরসাত্মক মন্তব্য করেছেন। কিছু পাঠক গাঁজার গাছ জীবনে প্রথম দেখেছেন বলে মন্তব্যের ঘরে জানিয়েছেন।

মোহাম্মদ সামিউল আলম নামে একজন পাঠক লিখেছেন, মানবতা আজ কোথায়? একবার বলে গাছ লাগান, পরিবেশ বাঁচান। আবার গাছ লাগালে ধরে নিয়ে যায়। কেন ভাই, গাঁজার গাছে কি অক্সিজেন দেয় না? পাশে তিনি কয়েকটি হাসির ইমোজি যুক্ত করে দেন।

মো. আব্দুল হাই আকাশ লিখেছেন, কৃষি প্রধান দেশে কৃষককে গ্রেপ্তার করার কাজটা ঠিক হয়নি। প্রশ্ন রেখে সাদমান সাকিব নামে একজনে লিখেছেন, চাষিদের উপর এই অন্যায় আর কত যুগ ধরে চলবে? জুয়েল মোল্লা নামে একজন পাঠক তাকে কৃষি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন।

কাজী নাহিদ হাসান জানতে চেয়েছেন, গাঁজার গাছ পাট গাছের মতো এতো লম্বা কিনা। 

অভিযুক্ত গাঁজা চাষী শ্রী আরঞ্জন খালকোর বাড়ি জয়পুরহাট জেলা পাঁচবিবি উপজেলার পালাশগড় কদমপাড়া গ্রামে। তার পিতার নাম শ্রী শাকলু খালকো।

গোয়েন্দা শাখা পুলিশের এসআই মো. ফারুক হোসেন বলেন, দীর্ঘদিন থেকে শ্রী আরঞ্জন খালকো চাষের জমিতে গাঁজার গাছের পরিচর্যা করছেন। আমাদের কাছে এ বিষয়ে গোপন সংবাদ ছিল। আমরা তাকে আটক করতে গেলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে তার রক্ষা হয়নি।

এদিকে, জয়পুরহাট থেকে দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি রাশেদ ইসলাম জানান, তাকে বর্তমানে থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। চলমান লকডাউনের কারণে তাকে কোর্টে চালান করা সম্ভব হয়নি। গাঁজা চাষের অপরাধে তাকে সাজা ভোগ করতে হবে। তবে তার কি শাস্তি হবে- এখন পর্যন্ত এ বিষয়ে কিছু জানানো হয়নি।