কঠোর লকডাউনে কঠোর অবস্থানে লোহাগাড়া প্রশাসন
সারাদেশের মতো চট্টগ্রামের লোহাগাড়ায়ও কঠোর লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। চলমান কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে দোকানপাট খোলা ও ঘর থেকে বিনা প্রয়োজনে বের হয়ে ঘুরাফেরা করায় ২৯ জনকে মামলা দিয়ে ১৫ হাজার ৯৪০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ শুক্রবার (২ জুলাই) সকালে বটতলী মোটর স্টেশন, আধুনগর খাঁন হাট, বড়হাতিয়া মনুফকিরহাট, সেনেরহাট এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী।
এদিকে, জরুরি ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বিনা প্রয়োজনে বাইরে বের হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সড়ক-মহাসড়কে গণপরিবহন না থাকলেও দাঁপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত রিকশা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. খোরশেদ আলম চৌধুরী বলেন, কঠোর বিধিনিষেধ কার্যকর ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাঠে কাজ করছে প্রশাসন ৷ লকডাউনের দ্বিতীয় দিনেসংক্রমণ প্রতিরোধ আইন-২০১৮এর ২৪ ধারায় ২৯ মামলায় ১৫ হাজার ৯৪০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।