০২ জুলাই ২০২১, ১৪:৩৭

খুলনা বিভাগে করোনায় ২৭ জনের মৃত্যু, আক্রান্ত ১২০১

স্ট্রেচারে রোগীকে হাসপাতালে নেয়া হচ্ছে  © ফাইল ফটো

গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। একই সময় প্রাণঘাতী এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজার ২০১ জন।

শুক্রবার (২ জুলাই) খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য জানান।

অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৯ জন খুলানার। এছাড়া কুষ্টিয়ায় সাতজন, ঝিনাইদহে ৩, চুয়াডাঙ্গায় ৩,  যশোরে ২, বাগেরহাট, নড়াইল ও মেহেরপুরে একজন করে মারা গেছে।

প্রসঙ্গ, গতকাল দেশে একদিনে করোনায় রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে। এদিন খুলনা বিভাগেও একদিনে করোনায় আক্রান্ত সর্বাধিক ৩৯ জনের মৃত্যু হয়েছে।