বিদেশগামীদের টিকার রেজিষ্ট্রেশন শুরু আজ

করোনা ভ্যাকসিন
করোনা ভ্যাকসিন   © ফাইল ফটো

আজ শুক্রবার থেকে বিদেশগামীদের করোনা ভাইরাসের টিকার রেজিষ্ট্রেশন শুরু হবে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) অর্ধশতাধিক কেন্দ্রে রেজিষ্ট্রেশন কার্যক্রম চলবে।

বৃহস্পতিবার (১ জুলাই) টিকার দাবিতে বিদেশী কর্মীদের বিক্ষোভের পর এই ঘোষণা দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী  ইমরান আহমেদ।

তিনি বলেন, শুক্রবার থেকে ৪২টি জনশক্তি অফিস, ৯টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং একটি মেরিন টেকনোলজি ইনস্টিটিউটে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সশরীরে রেজিষ্ট্রেশন করা যাবে। এছাড়া 'আমি প্রবাসী' অ্যাপের মাধ্যমেও রেজিষ্ট্রেশন করা যাবে।


সর্বশেষ সংবাদ