লকডাউন অমান্য করায় রাজধানীতে আটক-গ্রেপ্তার ৭৫৫
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০১ জুলাই ২০২১, ০৯:১৯ PM , আপডেট: ০১ জুলাই ২০২১, ০৯:৩৫ PM
কঠোর লকডাউনের প্রথম দিনে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৭৫৫ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৪৯৭ জনকে অকারণে বাইরে ঘোরাঘুরি করার জন্য আর ২৫৭ জন্যকে আটক করা হয়েছে৷ আর বাকি ২৫৮ জনকে লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় গ্রেপ্তার করা হয়েছে।
বৃস্পতিবার (১ জুলাই) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপ কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
প্রসঙ্গত, দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আজ বৃহস্পতিবার থেকে সারাদেশে সাতদিনের কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। লকডাউনের নির্দেশনা বাস্তবায়নে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।