০১ জুলাই ২০২১, ১৬:৪৯

উচ্চমাত্রার সংক্রমণ ভয়ানক কিছুর ইঙ্গিত দিচ্ছে: কাদের

ওবায়দুল কাদের   © ফাইল ফটো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে টানা চতুর্থ দিন শতাধিক মৃত্যু হয়েছে। সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। এটি আরও ভয়ানক কিছুর ইঙ্গিত বহন করছে।

বৃহস্পতিবার (১ জুলাই) নিজের সরকারি বাসভবন থেকে সাংবাদিকদের সাথে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, দেশে এখন ভয়াবহ অবস্থা বিরাজ করছে। করোনা সংক্রমণ ও মৃত্যু কমাতে এই কঠোর লকডাউন দেয়া হয়েছে। এটি ছাড়া এই মুহূর্তে বিকল্প কিছু ছিল না। সাময়িক কষ্ট মেনে নিয়ে সবাই বাড়িতেই অবস্থান করুন।

সেতুমন্ত্রী আরও বলেন, লকডাউনে খেটে খাওয়া মানুষগুলো অনেক কষ্টে আছেন। এই বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী অবগত আছেন। তিনি থাকাকালীন দেশের কোনো মানুষই কষ্ট পেয়ে না খেয়ে থাকবে না। সে বিষয়ে জননেত্রী ব্যবস্থা নিচ্ছেন।