৭ দিনের সর্বাত্মক লকডাউন শুরু, কঠোর অবস্থানে সেনাবাহিনী

সেনাবাহিনী
সেনাবাহিনী   © ফাইল ফটো

দেশে করোনা সংক্রমণ পরিস্থিতির মারাত্মক অবনতি হওয়ায় সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। আজ বৃহস্পতিবার ভোর ৬টা থেকে লকডাউন শুরু হয়েছে। লকডাউনের প্রথম দিনেই স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থানে দেখা গেছে সেনাবাহিনীকে।

জানা গেছে, রাজধানী ঢাকা, চট্রগ্রাম, বগুড়াসহ বিভিন্ন জেলায় সকাল থেকেই দায়িত্ব পালন করছে সেনাবাহিনী। চেকপোস্ট গুলোতে প্রতিটি যানবাহন থামিয়ে বাইরে বের হওয়ার কারণ এবং প্রয়োজনীয় কাগজপত্রে দেখছেন। সন্তোষজনক হলে গাড়ি ছেড়ে দেয়া হচ্ছে। তবে কেউ সন্তোষজনক কারণ দেখাতে না পারলে তাদের ফিরিয়ে দেয়া হচ্ছে। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জরিমানাও আদায় করা হচ্ছ।

প্রসঙ্গত, গতকাল বুধবার কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, কঠোর ককডাউনে সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে।তবে শিল্প কারখানা খোলা থাকবে। যন্ত্রচালিত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হতে পারবেন না।


সর্বশেষ সংবাদ