বাইরে ঘোরা আর গাদাগাদি করে ক্লাস নেয়া এক নয়: শিক্ষামন্ত্রী
করোনার বন্ধে শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরা নিয়ে যে সমালোচনা হচ্ছে- তার জবাব দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, অনেকেই বলেন বাচ্চারা তো বাইরে ঘোরাফেরা করে, তাহলে স্কুলে কেন নয়? বাইরে যত্রতত্র ঘুরে আর স্কুলে নিয়ে ঠাসাঠাসি ও গাদাগাদি করে ক্লাস নেওয়া এক কথা নয়, অনেক তফাৎ।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের বাইরে যত্রতত্র ঘুরে বেড়ানোর কথা নয়। হয়তো বাবা-মা তাদের কথাটা শোনাতে পারছেন না। কিন্তু জেনেশুনে দায়িত্বশীল হয়ে এই গাদাগাদি ঠাসাঠাসির মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে এসে শিক্ষার্থীদের সংক্রমিত করা এটি কোনোভাবে সচেতনতার পরিচয় হতে পারে না।
আজ বুধবার (৩০ জুন) ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব) আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।
দীপু মনি বলেন, এই বৈশ্বিক সমস্যার মধ্যে যতটুকু সম্ভব, শিক্ষার্থীদের সুস্থতার বিষয়টি নজর রেখে আমরা বিষয়টি দেখবার চেষ্টার করছি। এখানে কারিকুলাম সংক্ষিপ্তকরণ থেকে শুরু করে বিকল্প পদ্ধতি, বিকল্প মূল্যায়ন পদ্ধতি সবটা নিয়েই আমরা কাজ করছি।
শিক্ষা ব্যবস্থার আন্তর্জাতিক চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, উন্নত বিশ্বে প্রতিটি শ্রেণিকক্ষে ২০/২৫ জনের বেশি শিক্ষার্থী থাকে না। আমাদের এখানে শিক্ষার্থীর সংখ্যা অত্যধিক বেশি। কোনোভাবেই স্বাস্থ্যবিধি মেনে চলার সুযোগ নেই। সে জায়গায় আমরা কিছুতেই ঝুঁকি নিতে পারি না।
তিনি বলেন, আরেকটি বিষয় হলো এখন অনেকেই বলেন শিক্ষার্থীরা করোনা আক্রান্ত হয় না। শিক্ষার্থীদের মধ্যে সিমটম কম, কিন্তু বিশেষজ্ঞরা বলেন শিক্ষার্থীরা সংক্রমণ ছড়াতে পারে। তারা যদি স্কুলে আসে, বাড়িতে গিয়ে বাবা-মা, আত্মীয়-স্বজন ও বয়স্কদের মধ্যে ছড়াতে (করোনাভাইরাস) পারে। তাদের সংক্রমিত করলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে।