ক্ষমা চেয়ে আবেদন করলে রাষ্ট্রপতি খালেদাকে মুক্তি দিতে পারেন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ জুন ২০২১, ০৪:৫২ PM , আপডেট: ৩০ জুন ২০২১, ০৫:০২ PM
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, দোষ শিকার করে ক্ষমা চাইলে রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে পারেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বুধবার (৩০ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরে আইন মন্ত্রণালয়ের জন্য জরুরি বরাদ্দের বিষয়ে দেয়া বক্তব্যে এ কথা জানান তিনি।
আনিসুল হক বলেন, কথায় কথা বিএনপি খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর কথা জানান। আমরা যখন অনুমতি দিলাম তখন তারা সেটি গ্রহণ করলেন। খালেদা জিয়াকে দেশের হাসপাতালে ও বাসায় নিয়ে চিকিৎসা করালেন।
তিনি আরও বলেন, বিএনপির পক্ষ থেকে যে আবেদন করা হয়েছিল সেটি দণ্ডবিধির ৪০১ ধারায় গ্রহণ করা হয়েছে। এরপর আমাদের আর কিছু করার থাকে ন। বিএনপি যদি দেখাতে পাতে ৪০১ ধারায় আবেদন গ্রহণ করার পর আর কিছু করার থাকে তাহলে আমি আইন পেশা ছেড়ে দেব।