২৮ জুন ২০২১, ১৩:২১

গণপরিবহণ বন্ধের প্রতিবাদে সাভারে শ্রমিকদের রাস্তা অবরোধ

গণপরিবহণ বন্ধের প্রতিবাদে সাভারে শ্রমিকদের রাস্তা অবরোধ  © সংগৃহীত

পোশাক কারখানা খোলা রেখে লকডাউনে গণপরিবহণ বন্ধের প্রতিবাদে সাভারে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। সোমবার সকালে শ্রমিকরা সমবেত হলে রেডিও কলোনি, শিমুলতলাসহ বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ। শ্রমিকদের অভিযোগ, সরকার লকডাউনে পোশাক কারখানা খোলা রেখে গণপরিবহণ বন্ধ করেছে। কারখানায় বিলম্বে উপস্থিত হলে হাজিরা কাটা হয়। কিন্তু শ্রমিকরা কীভাবে কারখানায় যাবেন, সে ব্যবস্থা না থাকায় হাজার হাজার শ্রমিক বিপাকে পড়েছেন।

জানা যায়, সোমবার সকালে ঘর থেকে বের হতেই শ্রমিকরা গণপরিবহণ না পেয়ে হাজিরা কাটার ভয়ে সড়কে প্রথমে বিক্ষোভ করেন। পরে তারা একজোট হয়ে সড়কে নেমে অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে সড়কের উভয় পাশে ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হওয়ায় অফিস, হাসপাতাল কিংবা জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ ছাড়াও পণ্যবাহী যানবাহনের শ্রমিকরা পড়েন ভোগান্তিতে।

শিল্প পুলিশের এসআই পুলিশ জানায়, সারা দেশে আজ থেকে লকডাউনে গণপরিবহণ বন্ধ থাকায় বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা নিজ কর্মস্থলে যেতে না পারায় সকালে ঢাকা-আরিচা মহাসড়কের রেডিওকলোনি বাসস্ট্যান্ড অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা। করোনার সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় আজ সোমবার থেকে আগামী বৃহস্পতিবার সকাল পর্যন্ত তিন দিনের সীমিত লকডাউন ঘোষণা করে সরকার।