ক্ষতিপূরণ দাবি বিএনপির, ব্যক্তি উদ্যোগে নিরাপত্তা নিশ্চিতের পরামর্শ মেয়রের
রাজধানীর মগবাজারে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘটনায় সাতজনের মৃত্যু ও বহু মানুষ আহত হওয়ার হৃদয়বিদারক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।
এদিকে, রবিবার দিবাগত রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, যারা ব্যবসা করছেন নিজেদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে। ইলেকট্রিকাল সেফটি, বিল্ডিং সেফটি এবং গ্যাসের সেফটির দিকে আমাদের সজাগ ও সচেতন হতে হবে।
এর আগে, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এ বিস্ফোরণের ঘটনায় সাতজন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট এবং পাশের ঢাকা কমিউনিটি ক্লিনিক ও আদ্ব-দীন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কেবল ঢাকা মেডিকেলের জরুরি বিভাগেই নেওয়া হয়েছে ৩৯ জনকে।
মির্জা ফখরুল বলেন, এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহত ও আহতদের পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। বর্তমান সরকারের শাসনামলে রাজধানীর বিভিন্ন এলাকায় অগ্নিকাণ্ডসহ বিভিন্ন বিস্ফোরণে মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সরকার ও সিটি করপোরেশন এসবের পুনরাবৃত্তিরোধে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।
আতিকুল ইসলাম বলেন, যারা ২০ তলা বিল্ডিং বানাবেন তাদের সেই বিল্ডিংয়ের সেফটির দায়িত্ব কিন্তু মালিককেই নিতে হবে। আমার ক্লিয়ার ম্যাসেজ যারা ব্যবসা করছেন, ভবন করছেন তাদের নিরাপত্তার বিষয় তাদেরই নিশ্চিত করতে হবে। তা নাহলে কিন্তু নিজের জীবনই ঝুঁকিপূর্ণ।