২৫ জুন ২০২১, ২৩:৫৬

লকডাউনে বাইরে যেতে এবারও লাগবে মুভমেন্ট পাস

মুভমেন্ট পাস   © ফাইল ফটো

করোনা ভাইরাসের বিস্তার রোধে আগামী সোমবার (২৮ জুন) থেকে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউনে জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে এবারও সাধারণ মানুষদের মুভমেন্ট পাস নিতে হবে।

জানা গেছে, লকডাউন চলাকালীন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে মুভমেন্ট পাস লাগবে। মুভমেন্ট পাস ছাড়া এক স্থান থেকে অন্যস্থানে যাওয়া যাবে না। আগামীকাল পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

শুক্রবার পুলিশ সদর দপ্তরের কর্কর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, লকডাউনে কঠোরভাবে মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা হবে। গতবারের মতো এবারও এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে মুভমেন্ট পাসের প্রয়োজন হবে। শনিবার (২৬ জুন) পুলিশ সদর দপ্তর থেকে এ বিষয়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।