২৫ জুন ২০২১, ২৩:১১

কঠোর বিধিনিষেধেও খোলা থাকবে যেসব অফিস

লকডাউন  © ফাইল ফটো

করোনা ভাইরাসের বিস্তার রোধে আগামী সোমবার (২৮ জুন) দেশে কঠোর বিধিনিষেধ ঘোষণা করা হয়েছে। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতে দেয়া হবে না। লকডাউন বাস্তবায়নে এবার পুলিশ-বিজিবির পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনীও।

এদিকে লকডাউনের মধ্যেও কিছু অফিস খোলা রাখার কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, লকডাউনে সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। তবে বাজেট সংক্রান্ত কাজে সহযোগিতাকারী গুরুত্বপূর্ণ ব্যাংকের শাখা ও রাজস্ব বোর্ড সহ কিছু অফিস খোলা থাকবে।

এদিকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার জানান, গণমাধ্যম লকডাউনের আওতামুক্ত থাকবে। এছাড়া এম্বুলেন্স ও জরুরি পণ্যবহনকারী যানবাহন চলাচল করতে পারবে। তবে এর বাইরে অন্য কোনো যান চলাচল করতে পারবে না। ব্যাংক ও গার্মেন্টস এর বিষয়ে আগামীকাল প্রজ্ঞাপনে বিস্তারিত জানানো হবে।