সংক্রমণ ঠেকাতে কঠোর পদক্ষেপ নিতে বিশেষজ্ঞদের মত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ জুন ২০২১, ১১:৪৭ AM , আপডেট: ২৫ জুন ২০২১, ১২:৫২ PM
দেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করতে হলে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কঠোর পদক্ষেপ না নিলে অবস্থা ভারতের মতো হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
বিশেষজ্ঞদের মতে, ঢাকায় সংক্রমণ রোধে পার্শ্ববর্তী জেলাগুলোতে লকডাউন দেয়া হলেও চাকরিজীবীদের চাপে সেই বলয় ভেঙে পড়েছে। এছাড়া প্রতিদিনই দেশের বিভিন্ন জেলা থেকে সাধারণ মানুষ ঢাকায় প্রবেশ করছেন। এই অবস্থায় লকডাউন কোনো কাজে আসবে না। এর চেয়েও কঠোর পদক্ষেপ সরকারকে নিতে হবে।
এ প্রসঙ্গে জানতে চাইলে করোনা মোকাবিলায় গঠিত জাতীয় পরামর্শক কমিটির সদস্য ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবে উপাচার্য অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, করোনার ভারতীয় ধরনের যে চেহারা দেখছি তাতে এই মুহূর্তে দেশে অন্তত পক্ষে ১৪ দিনের পূর্ণ লকডাউন বাস্তবায়ন করতে হবে। সেটি করতে না পারলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে যাবে। সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যাবে না। তাই সরকারকে এখনই পদক্ষেপ নিতে হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের উপদেষ্টা ও আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুশতাক গণমাধ্যমকে বলেন, এই মুহূর্তে দেশের সর্বত্রই করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। জাতীয়ভাবে সংক্রমণের হার ২০ শতাংশের উপরে। এই অবস্থায় সংক্রমণ রোধ করতে হলে কমপক্ষে ১৪ দিনের পূর্ণ শাটডাউন দিতে হবে। শাটডাউন বাস্তবায়ন করতে পারলে সংক্রমণ কমে আসবে।