ই–ভ্যালি থেকে পণ্য বুঝে পেয়ে দাম পরিশোধ
এখন থেকে দেশের ই-কমার্স সাইটগুলো থেকে পণ্য বুঝে পাওয়ার মূল্য পরিশোধ করবেন গ্রাহকরা। বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে ই-ভ্যালি, আলেশা মার্টসহ সব ই-কমার্সের বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বহুপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, এখন থেকে পণ্য ডেলিভারি মেসেজ দেয়ার পর মূল্য পাবে বিক্রেতা। পুরো প্রক্রিয়াটি নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের গেটওয়ের মাধ্যমে এই অর্থ লেনদেন হবে।
তিনি আরও বলেন, যারা বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে কেনাকাটা করেন, তাদের জন্য আমাদের পরামর্শ হচ্ছে পণ্য হাতে না পাওয়া পর্যন্ত আপনারা মূল্য পরিমোধ করবেন না।
বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায়জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।