পরিস্থিতি খারাপ হলে সারাদেশেই ‘কঠোর লকডাউন’: স্বাস্থ্য অধিদপ্তর

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © ফাইল ফটো

দেশে চলমান করোনা ভাইরাস পরিস্থিতি আরও খারাপ হলে সারাদেশেই কঠোর লকডাউন ঘোষণা করা হতে পারে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (২৩ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত করোনা বুলেটিনে একথা জানান অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন।

তিনি বলেন, আমরা আপাতত সারাদেশে লকডাউনের কথা ভাবছি না। তবে পরিস্থিতি যদি খারাপ হয় এবং প্রতিটি জেলায় যদি সংক্রমণ ২০ শতাংশের উপরে চলে যায়, তা হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, আমরা আপাতত ঢাকার পার্শ্ববর্তী সাত জেলার সংক্রমণ পরিস্থিতি দেখছি। যদি সেগুলোকে নিয়ন্ত্রণ করতে না পারি এবং ঢাকার পরিস্থিতি নাজুক হয়, তাহলে শুরুতে ঢাকায় লকডাউনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার থেকে আগামী ৩০ জুন পর্যন্ত ঢাকার পার্শ্ববর্তী সাত জেলায় কঠোর লকডাউন ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ফলে এসব এলাকার কোনো গণপরিবহন ঢাকায় প্রবেশ করতে পারছে না।


সর্বশেষ সংবাদ