পিছিয়ে হলেও এসএসসি-এইচএসসি নেওয়ার চেষ্টা চলছে

২৩ জুন ২০২১, ০৯:২৪ AM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ফটো

করোনাভাইরাস পরিস্থিতিতে ২০২০ বছরের ১৭ মার্চ থেকেই সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ব্ন্ধ রয়েছে। এরপর দফায় দফায় এসব স্কুল-কলেজের ছুটি বাড়তে বাড়তে সবশেষ আগামী ৩০ পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। গত বছরের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও অটো পাস পেয়েছে এইচএসসি, জেএসসি, পিইসিসহ সব শ্রেণির শিক্ষার্থী। তবে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় চলতি বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়েও শুরু হয়েছে অনিশ্চয়তা।

জানা গেছে, এ বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা আয়োজনের স্বাভাবিক সময় পেরিয়ে গেছে। পরীক্ষা আয়োজনের কোনো সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যায়নি। বছরের অর্ধেক পেরিয়ে যাওয়ায় পরীক্ষা অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবকসহ শিক্ষা সংশ্লিষ্ট সবাই। পরীক্ষা কবে হবে তা নিয়ে কেউ সুনির্দিষ্ট কিছু বলতে পারছেন না। ফলে পরীক্ষা আয়োজনের বিষয়টি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে পরীক্ষা নেওয়া সম্ভব না হলেও বিকল্প পদ্ধতিতে এসএসসি-এইচএসসির মূল্যায়নের চিন্তাও করছে শিক্ষা মন্ত্রণালয়। এবার আর গত বছরের মতো অটোপাস দেওয়ার বিষয়ে ভাবছে না মন্ত্রণালয়।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন, পিছিয়ে হলেও তারা পরীক্ষা নেওয়ার চেষ্টা করছেন। যদি সংক্রমণ বাড়ে, তাহলে অন্য চিন্তা। এখনো যেহেতু এমন পরিবেশ তৈরি হয়নি, তাই পরীক্ষা বাতিলের বিষয়ে কোনো চিন্তা তারা করছেন না।

জবির ভর্তি পরীক্ষায় পাঁচ ছাত্রসংগঠনের হেল্প ডেস্ক
  • ৩০ জানুয়ারি ২০২৬
জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল নেবে কর্মকর্তা-কর্মচারী,…
  • ৩০ জানুয়ারি ২০২৬
যে কারণে আর প্রচারণায় দেখা যাবে না মেঘনা আলমকে
  • ৩০ জানুয়ারি ২০২৬
‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলে ছাত্রলীগের ন্যায় শিবিরকেও বিচা…
  • ৩০ জানুয়ারি ২০২৬
জামায়াত আমিরকে জড়িয়ে ধরে কাঁদলেন শহীদের মায়েরা
  • ৩০ জানুয়ারি ২০২৬
এসএসসি পাসেই অফিসার নেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন শেষ ৫ ফেব্…
  • ৩০ জানুয়ারি ২০২৬