সব শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সমাবেশের ডাক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ জুন ২০২১, ০৯:১৫ PM , আপডেট: ২২ জুন ২০২১, ০৯:২৭ PM
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সারাদেশে একযোগে শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সমাবেশের ডাক দেওয়া হয়েছে। শিক্ষা ও শিশু রক্ষা (শিশির) আন্দোলন নামে একটি ব্যানারে এ কর্মসূচির প্রচারণা চালানো হচ্ছে। আগামী শনিবার (২৬ জুন) এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
শিক্ষার্থীদের বাঁচাও শিরোনামে এ সংক্রান্ত লিফলেটে বলা হয়েছে, ৪৭০ দিন একটানা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এ সময়ে ১৫১ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সারাদেশে আত্মহত্যার হার বৃদ্ধি পেয়েছে ৪৫ শতাংশ। গবেষণা বলছে, করােনা বিস্তারের সাথে শিক্ষাপ্রতিষ্ঠান খােলা রাখার তেমন কোনাে সম্পর্ক নেই।
বাংলাদেশ বিশ্বের সবচেয়ে কম করোনায় আক্রান্ত একটি দেশ উল্লেখ করে এতে আরো বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে। এ দাবিতে আগামী শনিবার শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ কর্মসূচি পালন করা হবে।