শিক্ষক নিয়োগ
হাইকোর্টের আদেশ বহাল রাখল আপিল বিভাগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ জুন ২০২১, ০৪:১৮ PM , আপডেট: ২২ জুন ২০২১, ০৮:২৬ PM
১ থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের পক্ষে দেয়া হাইকোর্টের বহাল রেখেছে আপিল বিভাগ। আগামী রবিবার (২৭ জুন) আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (২২ জুন) আপিলটি শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন।
এর আগে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১ থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রায় আড়াই হাজার চাকরিপ্রার্থীর পক্ষে দেয়া আদালতের রায় স্থগিতাদেশ চেয়ে আপিল করে। তবে এনটিআরসিএকে স্থগিতাদেশ দেয়নি আপিল বিভাগ। আগামী চার সপ্তাহের মধ্যে ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়োগ দিতে হাইকোর্টের আদেশ বহাল রাখা হয়েছে। এনটিআরসিএর করা আবেদনে ওপর শুনানি করে এ আদেশ দেন চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান।
বিষয়টি নিশ্চিত করেছেন চাকরি প্রত্যাশীদের আইনজীবী এডভোকেট ছিদ্দিক উল্যাহ মিয়া। তিনি বলেন, আগামী ২৭ জুন এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। আদালতে এনটআরসিএর পক্ষে শুনানি করেন ফিদা এম কামাল। চাকরি প্রত্যাশীদের পক্ষে শুনানি করেন এডভোকেট খুরশীদ আলম খান।
প্রসঙ্গত, এনটিআরসিএ কর্তৃক ১ থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রায় আড়াই হাজার চাকরিপ্রার্থী যারা আদালত অবমাননার মামলা করেছেন, তাদের বিষয়ে গত ৩১ মে আদেশ দিয়েছিল আদালত। রিটকারীদের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করতে এনটিআরসিএর প্রতি নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।