২১ জুন ২০২১, ২২:৪৫

প্রথমবারের মত বাংলাদেশি ইন্টারভিউ শোতে নোয়াম চমস্কি

প্রখ্যাত ভাষাবিজ্ঞানী, শিক্ষাবিদ ও দার্শনিক নোয়াম চমস্কি  © ইন্টারনেট

বাংলাদেশের একটি সংস্থার ফেসবুক লাইভে অংশ নিচ্ছেন প্রখ্যাত ভাষাবিজ্ঞানী, শিক্ষাবিদ ও দার্শনিক নোয়াম চমস্কি। আগামী ২৩ জুন সকাল ১০টায় লাইভটি শুরু হবে। টি-কাপ নামে একটি সাক্ষাতকার গ্রহণকারী সংস্থা এর আয়োজন করছে।

নোয়াম চমস্কি এই প্রথম বাংলাদেশি কোনো প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন। তানভীরুল মিরাজ রিপন লাইভটি সঞ্চালনা করবেন। রিপন টি-কাপেরও প্রতিষ্ঠাতা। তিনি নিজে্এ লাইভের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ফেসবুক লাইভে দক্ষিণ এশিয়ার রাজনীতি এবং বাংলাদেশের রাজনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন নোয়াম চমস্কি। এ ছাড়া শরণার্থী সংকট নিয়েও কথা বলবেন তিনি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, টি-কাপ একটি অলাভজনক সংস্থা। প্রতিষ্ঠানটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক নানা বিষয় ও বাংলাদেশ ইস্যুতে সাক্ষাৎকারের আয়োজন করে থাকে। মোহর ফ্যাশন হাউস এই লাইভটির পৃষ্ঠপোষকতা করছে। লাইভটি দেখা যাবে টি-কাপ এর ফেসবুক পেজে  (https://www.facebook.com/tcupinterview/)।

টি-কাপের ফেসবুক লাইভে অংশ নিচ্ছেন নোয়াম চমস্কি