২১ জুন ২০২১, ০৯:০৫

বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত ২৮ জন

দেশের ২০৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে এই ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল চারটা পর্যন্ত। ভোটারদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে তাদের স্বাস্থ্যবিধি মেনে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগেরও অনুরোধ করেছে ইসি।

প্রথম ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে এরইমধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ২৮ জন নির্বাচিত হয়ে গেছেন। এসব ইউপিতে বাকি পদে ভোট গ্রহণ চলছে। তবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় কোন কোন ইউপিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এ প্রতিবেদন লেখা পর্যন্ত তা জানা যায়নি।

ইসির যুগ্ম সচিব আসাদুজ্জামান জানিয়েছেন, সোমবার ১৩টি জেলার ৪১টি উপজেলায় ২০৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের এই নির্বাচনে চেয়ারম্যান পদে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮৫৯ জন, সংরক্ষিত (নারী) সদস্য পদে মোট প্রতিদ্বন্দ্বী দুই হাজার ১৫৪ জন এবং সাধারণ সদস্য আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছয় হাজার ৯৬০ জন। ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ২৮ জন।

ইসির জনসংযোগ পরিচালক যুগ্মসচিব এস এম আসাদুজ্জামান জানান, চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২৮ জন ছাড়া এখন লড়াইয়ে রয়েছেন ৮৫৯ জন প্রার্থী, সাধারণ ওয়ার্ডে সদস্য ৬৯৬০ জন ও সংরক্ষিত সদস্য ওয়ার্ডে ২১৫৪ জন প্রার্থী।

জানা যায়, প্রথম ধাপের ইউপি নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা এক হাজার ৮৩৬টি। আর মোট ভোট কক্ষের সংখ্যা ১০ হাজার ২৬০টি। এই নির্বাচনে উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং হিসেবে কাজ করবেন।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, বরাবরের মত পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সুষ্ঠু ভোটের জন্য রিটার্নিং কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে; আইন শঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনীর প্রায় ৪৫ হাজার সদস্য মাঠে রয়েছেন।