উরুগুয়ের সাথে মেসি নৈপুণ্যে আর্জেন্টিনার জয়
অবশেষে জয়ের ধারায় ফিরল ১৪ বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শনিবার ভোরে ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে লিওনেল মেসির দল। ম্যাচের একমাত্র গোলটি করেছেন গুইদো রদ্রিগেজ। এই জয়ের ফলে কোপা আমেরিকার ‘এ’ গ্রুপের শীর্ষে উঠে গেছে আর্জেন্টিনা। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে আর্জেন্টিনা।
সপ্তম মিনিটে লিওনেল মেসির বাঁ পায়ের বুলেট গতির শট ফিরিয়ে দেন উরুগুয়ের গোলরক্ষক ফের্নান্দো মুসলেরা। ফিরতি বলে গোলে ঠিকমতো শট নিতে পারেননি লাউতারো মার্তিনেস। ফের আক্রমণে রদ্রিগো দে পলের ক্রসে ক্রিস্তিয়ান রোমোরোর হেড ঠেকিয়ে দেন মুসলেরা। ম্যাচের দ্বাদশ মিনিটে মেসির ক্রসে রদ্রিগেসের হেড পোস্টের ভেতর দিকে লেগে অতিক্রম করে গোললাইন। এই মিডফিল্ডারের প্রথম গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।
ব্রাসিলিয়ায় মানে গারিঞ্চা স্টেডিয়ামে আজ আগের ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনে দল মাঠে নামান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ৪-৩-৩ ছকে গঞ্জোলো মন্তিয়েলের জায়গায় খেলান নাহুয়েল মলিনাকে, লুকাস মার্তিনেজের বদলে ক্রিস্টিয়ান রোমেরো এবং চোটে পড়া লিয়ান্দ্রো পারেদেসের জায়গায় গিদো রদ্রিগেজকে মাঠে নামান স্কালোনি। উরুগুয়ে ৫৫ শতাংশ সময় বল দখলে রাখলেও আর্জেন্টিনার গোলপোস্টে কোনো শট নিতে পারেনি। অন্যদিকে, নিকোলাস গঞ্জালেস, মেসি ও মার্তিনেজদের আর্জেন্টাইন আক্রমণভাগ ভীতির সঞ্চার করেছে প্রথমার্ধে।
দ্বিতীয়ার্ধে লড়াই হয় সমানে সমান। বেশ কয়েকবার জোড়ালো আক্রমণ করেও আর্জেন্টিনার জালে বল পাঠাতে ব্যর্থ হন সুয়ারেস-কাভানিরা। গোলের সুযোগ মিস করেন মেসি-ডি মারিয়ারাও। এমনকি আকুনা, রদ্রিগেজরাও শট নিয়েছেন ওপরে উঠে এসেছে। আর্জেন্টিনার নেওয়া ৯টি শটের মধ্যে ৬টি ছিল গোলপোস্টে। উরুগুয়ের রক্ষণে ড্রিবলিং করে ভালোই ঢুকেছেন মেসি। কিন্তু ডিয়েগো গোডিন-হিমিনেজরা তাঁকে ঘিরে ধরায় শট নেওয়ার ভালো জায়গা পাননি। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এই জয়ের ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে আর্জেন্টিনা। চিলির পয়েন্টও সমান ৪। আর এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে প্যারাগুয়ে।