শিক্ষার্থীদের টিকা দিয়ে বিশ্ববিদ্যালয়ে সরাসরি শিক্ষা কার্যক্রম শুরু হবে: শিক্ষামন্ত্রী

জাতীয় সংসদ ভবন ও ইনসেটে ডা. দীপু মনি
জাতীয় সংসদ ভবন ও ইনসেটে ডা. দীপু মনি  © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষার্থীদের করোনা ভাইরাসের টিকা দেয়ার পর বিশ্ববিদ্যালয়ের সরাসরি শিক্ষা কার্যক্রম শুরু হবে। এক্ষেত্রে আবাসিক হলে থাকা ছাত্র-ছাত্রীদের আগে টিকা দেয়া হবে। এরপর হল খুলে দেয়া হবে। 

বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে নওগাঁ-২ আসনের সংসদ শহীদুজ্জামানের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দ্রুত সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হবে। টিকা প্রদান শুরু হবে আবাসিক শিক্ষার্থীদের দিয়ে৷ এরপর হল খুলে সশরীরে ক্লাস শুরু হবে। পর্যায়ক্রমে সব ছাত্র-ছাত্রীদের টিকা দেয়া হবে।

ডা. দীপু মনি বলেন, করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে সেটি পূরণে বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের সক্ষমতা ও বাস্তবতা অনুযায়ী পরিকল্পনা করে তা বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছে। এজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে একটি গাইডলাইন সব বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে।

তিনি আরও বলেন, দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস হচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে পরীক্ষা নিচ্ছে। সারা বছরই যেন শিক্ষার্থীরা ডিজিটাল ক্লাসে অংশ নিতে পারে সেজন্য একটি ডেডিকেটেড চ্যানেল চালুর বিষয়টি বিবেচনাধীন রয়েছে।


সর্বশেষ সংবাদ