১৬ জুন ২০২১, ১৪:৩২
মানবদেহে পরীক্ষার অনুমতি পেল দেশীয় টিকা বঙ্গভ্যাক্স
দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের তৈরি করোনা ভাইরাসের টিকা বঙ্গভ্যাক্স মানবদেহে পরীক্ষার অনুমতি দিতে যাচ্ছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)। তবে এজন্য তাদের কিছু শর্ত পূরণ করতে হবে।
বুধবার (১৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বিএমআরসি’র অধ্যাপক ডা. রুহুল আমিন। তিনি বলেন, বঙ্গভ্যাক্সকে এখনো চূড়ান্ত অনুমোদন দেয়া হয়নি। তবে টিকায় যে ভুল-ত্রুটি আছে সেগুলো সংশোধন করলে আমরা তাদের অনুমোদন দিয়ে দেব।
এর আগে গত ১৭ জানুয়ারি বঙ্গভ্যাক্সের হিউম্যান ট্রায়ালের জন্য বিএমআরসি’র কাছে ১০ হাজার পৃষ্ঠার প্রটোকল পেপার জমা দেয়া হয়। তবে এর পর আর টিকার তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি।
এদিকে বিএমআরসি’র অনুমোদন পাওয়ার পরপরই মানুষের শরীরে পরীক্ষা শুরু করবে গ্লোব বায়োটেক। এজন্য কিছু বেসরকারি হাসপাতালও ঠিক করে রেখেছে পড্রতিষ্ঠানটি।