নাটোরে কেজিতে বিক্রি হচ্ছে লেবু, দাম ১৫ টাকা
নাটোরের নলডাঙ্গা উপজেলায় বিভিন্ন বাজারে কেজি হিসেবে বিক্রি হচ্ছে লেবু। প্রতি কেজি লেবু বিক্রি হচ্ছে মাত্র ১৫ টাকায়। অথচ বিভিন্ন সময়ে ওই লেবুর পিস বিক্রি হয়েছে ১৫ টাকায়।
বিক্রেতারা জানিয়েছে, লেবুর দাম খুবই কম, আর এটির চাহিদা থাকলেও উৎপাদনও অনেক ভালো। তাই বস্তায় বস্তায় লেবু কিনে খুচরা ভাবে বিক্রি করতে কেজিকেই বেছে নিয়েছেন বিক্রেতারা।
নলডাঙ্গা হাটের পুরাতন মাছ বাজার রোডের লেবু বিক্রেতা সোহরাব হোসেন বলেন, অনেক দিন ধরেই সবজি বিক্রি করি আমি। কিন্তু দুদিন থেকে লেবু বেচা শুরু করেছি। লেবুর উৎপাদন বেশি হওয়ায় দামও কমেছে। তাই বস্তায় করে কিনে সেটা কেজিদরে মেপে বিক্রি করছি।
লেবু কিনতে আসা এক ক্রেতা বলেন, এক কেজি লেবু কিনেছি। আমরা তো সব সময় লেবু কিনতাম হালি হিসেবে। এক হালি ৪০ টাকা বা ৩০ টাকা। কিন্তু এবার কেজিতে লেবু বিক্রির জন্য ডাকছে সেটা কি আর মিস করা যায়।