শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে বলেই করোনা সংক্রমণ কম: শিক্ষামন্ত্রী

ডা. দীপু মনি
ডা. দীপু মনি  © ফাইল ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, চলমান পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে বলেই করোনা সংক্রমণ কিছুটা কম। বর্তমানে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বগামী। সংক্রমণের হার ১৩ শতাংশের বেশি। এই অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান কীভাবে খুলি।

মঙ্গলবার (১৫ জুন) স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কেরাণীগঞ্জের জাজিয়া মোহাম্মাদিয়া আলিয়া মাদ্রাসায় বৃক্ষরোপন কর্মসূচী শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: করোনা পরিস্থিতি দেখে এসএসসি-এইচএসসির বিষয়ে সিদ্ধান্ত

শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে করোনা সংক্রমণ পরিস্থিতি যতটুকু কম আছে এর মূল কারণ স্কুল-কলেজ বন্ধ থাকা। আমরা জানি দীর্ঘদিন ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আমাদের শিক্ষার্থীদের শিক্ষাজীবনে ব্যত্যয় ঘটেছে। তাদের কষ্ট হচ্ছে, অভিভাবকদেরও কষ্ট হচ্ছে। তবুও শিক্ষার্থীদের সার্বিক দিক বিবেচনায় যত ধরনের বিকল্প আছে আমরা সেগুলো নিয়ে কাজ করছি। আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। কেননা সময় চলে যাচ্ছে।

আরও পড়ুন: শিগগির শিক্ষাপ্রতিষ্ঠান না খোলার ইঙ্গিত শিক্ষামন্ত্রীর

তিনি আরও বলেন, কবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে সে বিষয়ে এখনি কিছু বলা যাচ্ছে না। কেননা প্রতিদিনই পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। বিশ্বের যেখানেই স্কুল-কলেজ খোলা হয়েছে সেখানেই সংক্রমণ হার বেড়েছে। পরে তারা বাধ্য হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সংক্রমণ হার ৫ শতাংশে নেমে আসলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে। আমরাও সেই দিক নির্দেশনাই ফলো করবো।


সর্বশেষ সংবাদ