জঙ্গি-অপরাধীরাও আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা  © ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা যেমন আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জীবন মানের উন্নয়ন করছি। তেমনি জঙ্গি সংগঠন ও সন্ত্রাসীরাও  এই প্রযুক্তি ব্যবহার করতে পারছে। ফলে তাদের অপরাধ সংগঠনের ধরনও পাল্টাচ্ছে।

মঙ্গলবার (১৫ জুন) স্পেশাল সিকিউরিটি ফোর্সেসের (এসএসএফ) ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, প্রযুক্তির আধুনিকায়ন ও অপরাধের ধরন তুলে ধরে ও তার সাথে তাল মিলিয়ে এসএসএফকে দক্ষতা ও প্রশিক্ষণ বৃদ্ধি করতে হবে। আমরা সব সময় চেষ্টো করেছি আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে আমাদের এই বিশেষ বাহিনীকে প্রস্তুত করতে।

প্রধানমন্ত্রী আরও বলেন, শুধু দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতিই নয়, বিদেশ থেকে যখন যে অতিথি এসেছে তাদের সকলের নিরাপত্তা নিশ্চিত করা অনেক কঠিন কাজ। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই কারণে যে তারা সকলের নিরাপত্তা সুষ্ঠুভাবে নিশ্চিত করেছেন। বিদেশের সকল অতিথিই আমাদের এসএসএফের প্রশংসা করেছেন।


সর্বশেষ সংবাদ